ঢাকা, ১৯ মে রোববার, ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
good-food
৪৪২

সাংবাদিক রাশীদ  উন নবী বাবুর ইন্তেকাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ৮ জুলাই ২০২০  

ক্যান্সার আক্রান্ত দেশের বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবুও চলে গেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় বুধবার সন্ধ্যায় ইন্তেকাল  করেন। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তির পর তিনি অচেতন অবস্থায় ছিলেন।

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর ইতিমধ্যে লিভার, কিডনি এবং ফুসফুস ফেইলিওর হয়ে যায়। 

এসময় উপসর্গ পরীক্ষা করার পর কয়েকবার কভিড টেস্ট নেগেটিভ এসেছে। 

রাশীদ  উন নবী বাবু ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, এনটিভি ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 
তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে সাংবাদিক বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়লে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসা চলে। এরপর মে মাসে তাকে ভারতের তামিলনাড়ুর ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসার পর তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই মাস কেমোথেরাপি দেওয়ার পর তার অস্ত্রোপচার হয়।